• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সামাজিক হৃদয়ে ডোমার এর আহ্বায়কে বহিষ্কার করায় প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৪১ পিএম;
সামাজিক হৃদয়ে ডোমার এর আহ্বায়কে বহিষ্কার করায় প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা
সামাজিক হৃদয়ে ডোমার এর আহ্বায়কে বহিষ্কার করায় প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা

নীলফামারী জেলার অন্যতম সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার” নিয়ে চলছে ডোমারে দলীয় করণ। সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার”এর একটি নিউজ পোর্টাল গত ১৪ এপ্রিল ২০১৮ইং শনিবার পহেলা বৈশাখে www.hridoyedomar.com নামে একটি নিউজ পোর্টাল উদ্ভোধন করেন ডোমার উপজেলার পৌর মেয়র জনাব মনছুরুল ইসলাম দানু একই নিউজ পোর্টাল গত ১৯ ফেব্রুয়ারী ২০২২ইং শনিবার ডোমার প্রেস ক্লাবের সভাপতি জনাব আসসাদুজ্জামান চয়ন উদ্ভোধন করেন।.

উক্ত বিষয়টি নিয়ে কোন্দল ঘটিয়ে চলছে ডোমারের মনমালিন। যেহেতু ২০০৯ইং থেকে সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার”এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ও প্রকাশক হিসেবে প্রকাশ পেয়ে চলেছে সুজন হাসান (ডোমারের সুজন ভাই) আবার একই দিকে একই সংগঠনের বহিষ্কৃত আহ্বায়ক রাশেদুল ইসলাম আপেল একই নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক।.

গণমাধ্যম ও তথ্যানুসারে জানা যায় যে, হৃদয়ে ডোমার এর প্রতিষ্ঠাতা ডোমারের সুজন ভাই করোনাকালীন মানবসেবা করতে গিয়ে এক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তখন হৃদয়ে ডোমারের আহ্বায়ক রাশেদুল ইসলাম আপেল উক্ত সংগঠন পরিচালনা করে আসছিলেন। সেই সময় উক্ত সংগঠনের ইমেইলের পাসওয়ার্ড ডোমারের আহ্বায়ক রাশেদুল ইসলাম আপেলের কাছে থাকায় তিনি তার সকল তথ্য গ্রহণ করে মুশফিক নামে একজনের মাধ্যমে উক্ত www.hridoyedomar.com নামে ডোমেনটি ক্রয় করেন ও পরে তা পরিচালনা করেন।.

ইতিমধ্যে হৃদয়ে ডোমারের প্রতিষ্ঠাতা সুজন হাসান (ডোমারের সুজন ভাই) ডোমারের অনেক গুনী ব্যক্তিকে তা অবগত করেন ও হৃদয়ে ডোমারের আহ্বায়ক রাশেদুল ইসলাম আপেলকে অনেক বার ডেকে কথা বলার চেষ্টা করলে তিনি তা অস্বীকার করেন। গত ২৪ মে, ২০২২ইং মঙ্গলবার ডোমারের প্রতিষ্ঠাতা সুজন হাসান (ডোমারের সুজন ভাই) হৃদয়ে ডোমারের আহ্বায়ক রাশেদুল ইসলাম আপেলকে বহিষ্কার করেন।.

বহিস্কৃত আহ্বায়ক রাশেদুল ইসলাম আপেল পদ থেকে বহিস্কারের কারনে হৃদয়ে ডোমারের প্রতিষ্ঠাতা ডোমারের সুজন ভাই ও হৃদয়ে ডোমারের সদস্য সুমন আহমেদ, সোহাগ সোহান ও মাজেদুর রহমান পরাণ তাকে মারধর করে তাই তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নীলফামারী জেলা আদালতে।.

.

ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিবেদক : 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ