লক্ষ্মীপুর প্রতিনিধি: আশার পুষ্প ফুটাবো, সুবাস ছড়াবো বিশ্বময় প্রতিপাদ্যে মেধাবী শিক্ষার্থীদের হলি ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এ আয়োজন করে। .
.
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক চৌধুরী গিয়াস'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হলি গার্লস স্কুলের পরিচালক ডা. শেখ মুজিবুর রহমান, সভাপতি মেজবাহউর রহমান, রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, হলি গার্লস স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমনসহ আরও অনেকে।.
.
বক্তারা বলেন, বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হয়। আজ যেসকল শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছেন। এই ধারা তোমাদের অব্যাহত রাখতে হবে। তবেই তোমরা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য কল্যাণকর হবে। .
.
অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি যত্নশীল হবেন। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকেন। কিন্তু বেশিরভাগ সময় আপনাদের কাছে থাকে। এজন্য তাদের দিকে খেয়াল রাখবেন। তার বন্ধু কারা, মোবাইল ও আড্ডায় আশক্ত কিনা। সে টেলিভিশন ও কম্পিউটার দেখে সময় নষ্ট করছে কিনা। সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সচেতন হতে হবে আপনাদের। মনে রাখবেন, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অভিভাবকের ভূমিকা অপরিহার্য। শিক্ষক শুধুমাত্র পথ দেখাবে। .
.
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর হলি গার্লস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে ৩৫৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ১০ জন, প্রথম ক্যাটাগরিতে ৫৫ জন, দ্বিতীয় ক্যাটাগরিতে ৯২ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ২০০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: