
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথক স্থানে এক কিশোরীকে ধর্ষণ ও এক নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর ও ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভুতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বুধবার দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। .
.
গ্রেপ্তারকৃতরা হলেন, কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকার আবদুল মালেকের ছেলে রুবেল (১৯) ও সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকার ফজল শেখের ছেলে আবু ছিদ্দিক (৫৫)। .
.
.
কিশোরী ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা আয়েশা বেগম ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ভিকটিম (লিপি আক্তার) নিজেই বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন। .
.
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত দুই মাস যাবত কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন মাদ্রাসা পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো একই এলাকার রুবেল নামের এক অটেরিকসা চালক। বিষয়টি ভিকটিমের মা (আয়েশা বেগম) স্থানীয় লোকজনদের জানালে রুবেল ওই কিশোরীকে অপহরণের হুমকি দেয়। সোমবার (০৫ মে) বিকেল ৩টার দিকে ভিকটিম ওই কিশোরী স্থানীয় চরমার্টিন মহিলা মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে রুবেল কৌশলে ভিকটিম কিশোরীকে তার অটোরিকসায় তুলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা এলাকার মোসল্লা বেপারী বাড়ীতে নিয়ে যায়। সেখানে রাতে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে রুবেল। এসময় তার শোর- চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় রুবেল। খবর পেয়ে ভিকটিমের মা ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে।.
.
এদিকে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর এলাকার এক গৃহবধু কবিরাজি চিকিৎসা নিতে পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় আবু ছিদ্দিক কবিরাজ এর বাড়ীতে যায়। এ সময় আবু ছিদ্দিক তাকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এলে সম্মান বাঁচে তার। .
.
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ সময়ের কন্ঠস্বরকে জানান, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: