• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে নিহত শিক্ষার্থী সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০৮ পিএম;
লক্ষ্মীপুরে নিহত শিক্ষার্থী সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন 
লক্ষ্মীপুরে নিহত শিক্ষার্থী সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন 

লক্ষ্মীপুর প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত শিক্ষার্থী সায়ানের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত করেছে বাংলাদেশ বিমান বাহিনী। .

 .

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর  এলাকায় সায়ান ইউসুফের কবরের সামনে বিমান বাহিনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। .

 .

পুষ্পস্তবক অর্পণ শেষে বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন। পরে তারা সায়ানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।  এসময় সায়ানের বাবা কান্নায় ভেঙে পড়েন। বলেন, এই শোক কোনভাবে সইবার মতো নয়। আমার মতো আর যেন কেউ এইভাবে সন্তান হারা না হয়। পাশাপাশি জনবহুল এলাকায় বিমান চলাচলে যেন বিধিনিষেধ করা হয় সেটাই দাবী করেন । সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।.

 .

বিমান বাহিনীর উইং কমানন্ডার মো. রোজাউল হক বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের নির্দেশে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত করতে এসেছি। এবং তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছি। এটি অত্যন্ত দু:খজনক ঘটনা।.

এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আলোকে আমরা সামনে ব্যবস্থা নিব।  .

উল্লেখ্য রাজধানীর  মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয়  সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরেদিন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়। .

.

ডে-নাইট-নিউজ /

শোক-সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ