• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মুক্তি পেল শ্রাবণী সায়ন্তনীর কণ্ঠে নতুন গান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২৯ পিএম;
মুক্তি পেল শ্রাবণী সায়ন্তনীর কণ্ঠে নতুন গান
মুক্তি পেল শ্রাবণী সায়ন্তনীর কণ্ঠে নতুন গান

তানজিদ শুভ্রঃ শ্রাবণী সায়ন্তনী এই প্রজন্মের সঙ্গীতশিল্পী। মিষ্টি কণ্ঠের এই গায়িকার রয়েছে বেশ কিছু শ্রোতা প্রিয় মৌলিক গান। চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী শ্রাবণী সায়ন্তনীর নতুন গান প্রকাশিত হয়েছে। “তোমায় দেখে লাগে ভালো” শিরোনামের মৌলিক গানটি শ্রাবণীর একক কণ্ঠের গান।

“তুমি যদি পারো ভালোবেসো/দূরে থেকে আমার কাছে এসো” চমৎকার কথামালায় গানটি লিখেছেন এবং সুর করেছেন অজয় মিত্র। গানটি সাইলেন্ট সাউন্ড প্রোডাকশন চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি প্রসঙ্গে শিল্পী শ্রাবণী বলেন, মিষ্টি কথার গানটি আমি আমার মতো করে গাইবার চেষ্টা করেছি। আশা করছি পূর্ববর্তী গানের মতোই শ্রোতারা নতুন গানটিও গ্রহণ করবেন।.

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন শ্রাবণী সায়ন্তনী। দুর্গাপূজার ছুটিতে দেশে এসে রেডিও, টেলিভিশন অনুষ্ঠান, স্টেজ শো আর গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।. .

ডে-নাইট-নিউজ /

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ