রিপোর্ট :রুমান খাঁন : সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী পদযাত্রা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল সমাবেশ ও শক্তি প্রদর্শন করেছে এনসিপি (NCP) ও ১১ দলীয় জোট। বুধবার (২৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শহীদ মিনার ও জেলা সদরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।.
.
নির্বাচনী পদযাত্রা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেই এনসিপি মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপমহাদেশের প্রখ্যাত আলেম, ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলামের (রহ.) মাজার জিয়ারত করেন। এসময় নেতৃবৃন্দ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে দোয়া ও মোনাজাত করেন।.
ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আশরাফ উদ্দিন মাহদির সমর্থনে আয়োজিত পদযাত্রাটি সরাইল শহীদ মিনারে পৌঁছালে তা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এলাকাটি স্লোগান ও মিছিলে মুখরিত হয়ে ওঠে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে আয়োজিত প্রধান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শেখ হাসিনার মতো স্বৈরাচারকে আর দেখতে না চাইলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় এই ভোটের বিকল্প নেই।” সমাবেশ শেষে তিনি জোটের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন।.
সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানানো হয়। প্রার্থীরা হলেন:
ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ): আশরাফ উদ্দিন মাহদি
ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর): মো. আতাউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর): মুফতি আমজাদ হোসেন আশরাফী"এনসিপির জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— এনসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান এবং জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় শপথ ব্যক্ত করেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: