বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো স্বর্ণের বার
যশোরের বেনাপোলে ভারতগামী তানভীর রহমান (২৩) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পেট থেকে ২ পিচ (২৩২ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা। আটক পাসপোর্ট যাত্রী তানভীর ঢাকা জেলার দোহার থানার মজিবুর রহমানের ছেলে।.
রবিবার (৭ মে) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।.
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, গোপন খবরে জানতে পারি, ভারতগামী এক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে, চেকপোস্ট ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। পরে, ওই যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করলে, তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে স্বর্ণের কথা অস্বীকার করলে, তাকে পরীক্ষা নিরীক্ষার পরে সে পেটের মধ্যে স্বর্ণের কথা স্বীকার করে। এবং তার পেট থেকে এসময় বেলুনের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ২ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, যার আনুমানিক বাজার মুল্য ১৬ লক্ষ ২৪ হাজার টাকা। এবং সরকারী ট্রেজারীতে স্বর্ণগুলো জমা প্রদান করা হয়েছে।.
.
ডে-নাইট-নিউজ / মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: