• ঢাকা
  • সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে শপিং সিটিতে হামলার ঘটনাস্থল পরিদর্শন ওসির,  ব্যবসায়ীদের সাথে আলোচনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৮ এএম;
বিশ্বনাথ, শপিং, সিটি, হামলা, ঘটনাস্থল, পরিদর্শন, ওসি,  ব্যবসায়ী, আলোচনা
বিশ্বনাথে শপিং সিটিতে হামলার ঘটনাস্থল পরিদর্শন ওসির,  ব্যবসায়ীদের সাথে আলোচনা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ গত ৪ আগস্ট দূবৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ আল-হেরা শপিং সিটি পরিদর্শন করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া। হামলার ঘটনায় দায়ের করা মামলাল ঘটনাস্থ পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা করেন তিনি। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শপিং সিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নয়নের জন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেন ওসি।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, বিশ্বনাথ থানা সম্পূর্ণ দালাল-বাটপারমুক্ত। তাই যার যে প্রয়োজন তিনি সরাসরি থানায় এসে সেবা নিবেন, কাউকে ভায়া ধরে নয়। কোন এলাকায় বিশৃংঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আবাস পেলে, সাথে সাথে বিষয়টি আমাকে অবহিত করবেন। এতে আমি সর্বোচ্চ চেষ্টা করব বিশৃ্খংল পরিস্থিতি রোধ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে। তবে আমি বিশ্বনাথে যতদিন থাকব, ততদিন কোন মামলাই অযথা কাউকে হয়রাণী করা হবে না। তবে কোন অপরাধের সাথে জড়িত কেউ কোন প্রকারের ছাড় পাবেন না।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার এসআই আব্দুল মান্নান, কনস্টেবল হাবিব উল্লাহ, আল-হেরা শপিং সিটির ম্যানেজিং কমিটির সভাপতি সাদিকুর রহমান, ব্যবসায়ী আব্দুস সোবহান, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, নানু মিয়া, আমজদ হোসেন, দিলোয়ার হোসেন সজিব, আব্দুস সামাদ, জামাল মিয়া, রাসেল আহমদ, নজরুল ইসলাম, দুলাল মিয়া, ফখর উদ্দিন, জাহেদ আহমদ, স্বপন মিয়া, বেলাল আহমদ, সেবুল মিয়া, তাজ উদ্দিন।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ