• ঢাকা
  • শনিবার, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদকে বহিস্কার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৭ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০২:৫২ পিএম;
আল আমিন বিন আমজাদকে বহিস্কার
আল আমিন বিন আমজাদকে বহিস্কার

নারী ঘটিত মামলায় অভিযুুক্ত ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি আল আমিন বিন আমজাদকে গতকাল শনিবার ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় বহিস্কার করা হয়েছে।
    সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতাত ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বর্তমান কার্যকরী সদস্য দৈনিক সংবাদ ও দৈনিক আজকের দেশবার্তা প্রতিনিধি আশরাফ পারভেজ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, সহ-সধারণ সম্পাদক আজকের প্রতিভা প্রতিনিধি হারুন উর রশীদ মাস্টার, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় ও দৈনিক নতুন সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খরব প্রতিনিধি প্লাবন শুভ, প্রচার সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আল হেলাল চৌধুরী, ক্রীড়া সম্পাদক দৈনিক দিনবদলের সংবাদ প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, প্রকাশনা সম্পাদক দৈনিক দেশবার্তা প্রতিনিধি ডা. সোলাইমান ম-ল, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশারফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিন ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি রাশেদুজ্জামান ম-ল রাশেদ প্রমুখ। 
    ভায় নারী ঘটিত ধর্ষণ মামলা অভিযুক্ত হয়ে হাজতে থাকা আল আমিন বিন আমজাদকে ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে সর্বসম্মতিক্রমে বহিস্কার করা হয়েছে। একই সাথে কার্যনির্বাহী পরিষদের পাঠাগার সম্পাদক দৈনিক সবুজ নিশান প্রতিনিধি রাসেল পারভেজ ও কার্যকরী সদস্য বিজয় টিভি প্রতিনিধি কমল চন্দ্র রায় দীর্ঘদিন থেকে প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভাগুলোতে অনুপস্থিত থাকায় তাদেরকে স্ব-স্ব পদ থেকে সর্বসম্মতিক্রমে অব্যহতি দেওয়া হয়। একই সাথে সর্বসম্মতিক্রমে ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সদস্য দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদকে পাঠাগার সম্পাদক পদে এবং সাধারণ সদস্য দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেনকে কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সদস্য হিসেবে কোআপট করা হয়। একই সাথে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষণের বিষয়য়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ