সূর্য আহমেদ মিঠুন - বিশেষ প্রতিনিধি - নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নাসিক ৭,৮,৯ এর সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় গণমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ বিএনপির ত্যাগী নেএী আয়শা আক্তার দিনা বলেন, নারায়ণগঞ্জ বিএনপির রাজপথের অন্যতম ত্যাগী নেতা আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে ( সিদ্দিরগঞ্জ - সোনারগাঁও)
বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশ নায়ক জনাব তারেক রহমানের দলীয় সিদ্ধান্ত এবং নির্দেশে জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জন করবেন আমাদের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাই ইনসাআল্লাহ্। এবং বিজয় অর্জনের মধ্য দিয়ে
এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করে যাবে প্রিয় ত্যাগী নেতা মান্নান ভাই।
এ সময় বিএনপির অন্য সব সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: