নিজস্ব প্রতিবেদক, রোমান খান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন ও আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এক অভূতপূর্ব রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে। আজ (২২ জানুয়ারি) সরাইলের ঐতিহাসিক কুট্টাপাড়া মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত বিশাল গণসমাবেশ ও প্রস্তুতিমূলক সভা জনসমুদ্রে পরিণত হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অধিকার আদায়ের দাবিতে এই কর্মসূচি তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।.
.
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রভাবশালী নেতা আলহাজ্ব শাহজাহান সিরাজ এবং হাবিবুর রহমান হাবিব-এর বলিষ্ঠ নেতৃত্বে এই বিশাল কার্যক্রম পরিচালিত হয়। সকাল থেকেই সরাইল ও আশুগঞ্জের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকাসহ কুট্টাপাড়া মোড়ে সমবেত হতে থাকেন। মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল অংশ। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আজকের এই কর্মসূচি সরাইল ও আশুগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ শক্তি ও ইস্পাতকঠিন ঐক্যের এক অনন্য নজির স্থাপন করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীরা মনে করছেন, শাহজাহান সিরাজ ও হাবিবুর রহমান হাবিবের সমন্বিত নেতৃত্বে এই জনপদে বিএনপি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও সুসংগঠিত। এই বিশাল জমায়েত কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং রাজপথে অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ ও শক্তির মহড়া।.
.
প্রস্তুতি সভায় স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন:
"আজ ২২ জানুয়ারির এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার প্রমাণ করে যে, সরাইল-আশুগঞ্জ আজও বিএনপির এক অপরাজেয় দুর্গ। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আগমনে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কোনো অপশক্তিই এই জনজোয়ার রুখতে পারবে না।"
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে যে গণজাগরণ তৈরি হয়েছে, তা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক ভূমিকা রাখবে।.
.
কুট্টাপাড়া ও সরাইল বিশ্বরোড এলাকায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় থাকলেও স্বেচ্ছাসেবক বাহিনীর নিরলস পরিশ্রমে পুরো কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সরাইলের প্রতিটি মোড়, দেওয়াল ও বিদ্যুতের খুঁটি পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে, যা সাধারণ পথচারী ও এলাকাবাসীর মনে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।.
.
আজকের এই সফল গণজমায়েত সরাইল-আশুগঞ্জ বিএনপিকে এক নতুন রাজনৈতিক উচ্চতায় নিয়ে গেছে। নেতাকর্মীদের এই সুসংহত মনোবল আগামী দিনের রাজপথের লড়াইয়ে দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: