• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টেলিভিশন নাট্যকার সংঘ আয়োজন করে প্রত্যাশা ও প্রাপ্তির গল্প’ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০১ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫৫ পিএম;
টেলিভিশন নাট্যকার সংঘ আয়োজন করে প্রত্যাশা ও প্রাপ্তির গল্প’ 
টেলিভিশন নাট্যকার সংঘ আয়োজন করে প্রত্যাশা ও প্রাপ্তির গল্প’ 

সূর্য আহমেদ মিঠুন : বিশেষ প্রতিনিধি : বতর্মানে বাংলাদেশের  ভিজুয়াল মিডিয়া এখন নানামুখী। টেলিভিশন, ওটিটি, সিনেমা, ইউটিউবসহ নানা মাধ্যমে এখন নানা ধরনের কাজ হয়। তাই নাট্যকার, চিত্রনাট্যকারদের প্রত্যাশাও বেড়েছে অনেক। কিন্তু পেশাগত ও সৃজনশীলভাবে কি সবাই নিজের প্রত্যাশা মতো কাজ করতে পারেন? বাস্তবতা আসলে কী রকম? কী রকম চ্যালেঞ্জ তারা অনুভাব করেন নতুন এই যুগের সাথে নতুন নতুন মিডিয়ার সাথে কাজ করতে গিয়ে। সেসব গল্প শুনতেই টেলিভিশন নাট্যকার সংঘ গেল শুক্রবার (৩১ মে ) আয়োজন কর প্রত্যাশা ও প্রাপ্তির গল্প’ শিরোনামে এক সাক্ষাৎকার ভিত্তিক আয়োজন। নাট্যকার সংঘের নিকেতন কার্যালয়ে আইন ও কল্যান সম্পাদক মানস পাল ও দপ্তর সম্পাদক আফরিন জেসিকার কাছে সংঘঠনের  সদস্যরা একে একে তাদের মনের কথা জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার সংঘের সভাপতি এজাজ মুননা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল সহ কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা। সভাপতি এজাজ মুন্না নাট্যকারগন যারা উপস্থিত ছিলেন তাদের ধন্যবাদ জানান এবং সংঘঠন তাদের কথা গুরুত্বের সাথে বিবেচনা করে এগিয়ে যাবার এই প্রতিশ্রুতি দেন।সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল জানান নাট্যকারদের সুবিধা অসুবিধা তাদের চাওয়া পাওয়া ইত্যাদি জানার এই প্রকৃয়া চলমান থাকবে।প্রতি মাসের নির্দিষ্ট একটি দিনে সংঘঠনের সদস্যরা উপস্থিত হয়ে তাদের মনের কথা জানাবেন।.

.

ডে-নাইট-নিউজ /

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ