• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গান গাওয়ায় শিক্ষার্থীদের বেদম পেটালেন শিক্ষক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:২৭ পিএম;
গান গাওয়ায় শিক্ষার্থীদের বেদম পেটালেন শিক্ষক
গান গাওয়ায় শিক্ষার্থীদের বেদম পেটালেন শিক্ষক

জয়পুরহাট প্রতিনিধি :  গান গাওয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির শিক্ষক ওমর ফারুক পিকের বিরুদ্ধে।  এছাড়াও ওই প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামের ঘনিষ্ঠ আত্মীয়রা আবাসিক হলেও শিক্ষার্থীদের নির্যাতন করে বলেও শিক্ষার্থীরা অভিযোগ করে।.

 .

শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের ন্যায় সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে। যথারীতি ক্লাসও চলছে। এরমধ্যে দশম শ্রেণির শ্রেণিকক্ষে শিক্ষক অনুপস্থিত থাকায় রেজাউন জান্নাত রাব্বি নামে এক শিক্ষার্থী খালি গলায় গান গাইছিল। সে সময়  শিক্ষক ওমর ফারুক পিকে ক্লাসে প্রবেশ করে ‘হু আর ইউ’ বলেই ওই শিক্ষার্থীসহ অন্যান্যদের মারতে শুরু করেন।.

 .

 .

এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামের ঘনিষ্ঠ আত্মীয়রা আবাসিক হলেও শিক্ষার্থীদের নির্যাতন করে বলেও শিক্ষার্থীরা অভিযোগ করে।.

এ ব্যাপারে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রবিউল ইসলামকে বিষয়টি অবহিত করলেও অভিযুক্তরা পরিচালকের নিকট আত্মীয় হওয়ায় তিনি কোন ব্যবস্থা নেননি। পরে আজ সোমবার ওই প্রতিষ্ঠানে গিয়ে পরিচালক ও প্রধান শিক্ষককে থানায় নিয়ে গেলে তিনি মুচলেকা দিয়ে মুক্ত হন।.

দশম শ্রেণির শিক্ষার্থী রেজাউন জান্নাত রাব্বি বলেন, সকালে শিক্ষক আসতে দেরি করায় আমি গান গাইছিলাম। হঠাৎ স্যার এসে আমাকে বেদম মারধর করেন।.

একই শ্রেণির শিক্ষার্থী আল মোহনাদ সোয়াইব ও আনাম হাসান নবীন বলেন, স্যার ক্লাসে ঢুকে ‘হু আর ইউ’ বলেই আমাদের মারতে শুরু করেন। কেন মারা হলো তা আমরা জানি না। প্রতিষ্ঠানটি এখন আত্মীয় কোটায় চলে।.

শিক্ষার্থী মোহাম্মদ সূর্য ও আতিকুর রহমান বলেন, এক বন্ধুর সঙ্গে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে  আমাদেরও পেটানো হয়েছে।.

শিক্ষার্থী সোহান ফারদিস অভিযোগ করে বলেন, আমি বেতন কিছুটা কম দেই বলে স্যার আমাকে বের করে দেওয়ার হুমকি দিয়ে মারধর করেন।.

শিক্ষার্থী সূর্যের অভিভাবক রিভা পারভিন বলেন, খবর পেয়ে দ্রুত স্কুলে এসে দেখি বাচ্চাদের মারধর করা হয়েছে। প্রায়ই এভাবে নির্যাতন চলে। আমরা এর সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।.

এ ব্যাপারে প্রধান শিক্ষক রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর একজন শিক্ষককে শোকজ করা হয়েছে। তবে আবাসিক হলে মারধরের অভিযোগ সঠিক নয়। তবে শিক্ষার্থীদের শৃঙ্খলার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে।.

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থী আঘাতকারীকে ঘটনাস্থলে গিয়ে না পাওয়ায় মোবাইল কোর্ট করা যায়নি। তবে প্রতিষ্ঠান প্রধান ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিবেন মর্মে লিখিত অঙ্গীকার করেছেন। তাছাড়া একটা তদন্ত কমিটিও গঠন করে দেয়া হয়েছে। প্রয়োজনে কমিটির সুপারিশে নিয়মিত মামলা করা হবে।. .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ