• ঢাকা
  • সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গত ২৪ ঘণ্টায় গাজায় ২০০ জনকে হত্যা করলো ইসরায়েল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১৯ এএম;
গত ২৪ ঘণ্টায় গাজায় ২০০ জনকে হত্যা করলো ইসরায়েল
গত ২৪ ঘণ্টায় গাজায় ২০০ জনকে হত্যা করলো ইসরায়েল

গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২০০ জন মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। জাবালিয়ায় দখলদার সেনাদের দুই দফা হামলায় এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।.

গাজা সরকারের মিডিয়া অফিসের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।.

এক বিবৃতির মাধ্যমে গাজা সরকার জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় ১৯৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ আছেন ১২০ জন। আহত হয়েছে কমপক্ষে ৭৭৭ জন।.

ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় চালানো হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে। মাটির নিচে থাকা হামাসের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।.

এদিকে, হামলার ঘটনাটি ভয়াবহ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।.

.

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ