• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কারাবন্দী থেকেও পার্লামেন্টে শক্ত অবস্থানে ইমরান খানের দল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৫ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৯ পিএম;
কারাবন্দী থেকেও পার্লামেন্টে শক্ত অবস্থানে ইমরান খানের দল
কারাবন্দী থেকেও পার্লামেন্টে শক্ত অবস্থানে ইমরান খানের দল

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও মাওলানা ফজলুর রহমান এর দল জমিয়তে উলামায়ে ইসলাম(জেইউআই-এফ) পরস্পরের সাথে  জোট তৈরির মাধ্যমে পার্লামেন্টে একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে যৌথভাবে লড়াই করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তারা।


গত শনিবার (২৪ আগস্ট) জেইউআই-এফের প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান। এ সময় পিটিআই এর শীর্ষ নেতা আসান কায়সার, শিবলী ফারাজ, রউফ হাসান ও আখুনজাদা হোসাইন ইউসুফজায়ী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান বিষয়টি সাংবাদিকদের জানান।



সূত্রের বরাতে জিও নিউজ  আরো জানিয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বে রোববার বিরোধী মহাজোটের স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পিটিআই ও জমিয়তের সম্ভাব্য জোটের বিষয়ে করণীয় ঠিক করবে স্টিয়ারিং কমিটি। এই স্টিয়ারিং  কমিটিতে পিটিআই ও জেইউআই-এফ উভয়েরি পাঁচজন করে মোট দশজন সদস্য থাকবে ।


 উল্লেখ্য, ইমরান খানকে হঠাতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেছিলেন দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। তাদের দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান খান । তবে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশে কারচুপির অভিযোগ এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ হয়। জোট সরকারে থাকলেও সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ করেন প্রভাবশালী নেতা মাওলানা ফজলুর রহমান। যদিও তার  মন গলাতে মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নানা কৌশল অবলম্বন করে কিন্তু তাদের এ চেষ্টা সফল হয়নি। পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ দেখা করেও মন গলাতে পারেননি মাওলানার।


চলতি সপ্তাহে তেহরিক-ই-ইনসাফের সাংবাধিক কমিটি ও জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে স্টিয়ারিং কমিটির নাম বিনিময় হবে। মাওলানা ফজলুর রহমানের সঙ্গেও আবার বৈঠক করবে পিটিআই প্রতিনিধি দল। নির্ধারিত সময়সীমার মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবে স্টিয়ারিং কমিটি। এরপরই নির্ধারণ হবে আন্দোলনের রণকৌশল।  .

.

ডে-নাইট-নিউজ / আতিফ আলম

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ