• ঢাকা
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কাউখালী উপজেলায় বীর মুক্তিযোদ্ধার পাকা কবরস্থান ভাঙ্গার অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৭ এএম;
কাউখালী উপজেলায় বীর মুক্তিযোদ্ধার পাকা কবরস্থান ভাঙ্গার অভিযোগ
কাউখালী উপজেলায় বীর মুক্তিযোদ্ধার পাকা কবরস্থান ভাঙ্গার অভিযোগ

পিরোজপুর কাউখালী উপজেলায় ৩ নং সদর ইউনিয়নের উজিয়াখান গ্রামে, গত ২২-১০-২৩ তারিখ বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল হাওলাদার এর নিজ বাগান বাড়িতে টাইচকৃত পাকা কবরস্থান ভাঙ্গার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা, অভিযোগসূত্রে মুক্তিযোদ্ধার সন্তান মোঃ  আ: হান্নান হাওলাদার ও মোঃ শফিকুল ইসলাম বলেন- বিগত ৫০ বছর আমরা পিতার ক্রয় ও দখল সূত্রে জমি ভোগ করে আসছি, সেই সাথে বাগানবাড়িতে পিতার মৃত্যুর পর কবর স্থান সরকারি ভাবে বাধানো হয়।.

বর্তমানে অভিযুক্ত প্রতিপক্ষ মোঃ শাহজালাল (শাহাঙ্গীর) এর সাথে কয়েক বছর যাবত মামলা সালিশি চলে আসছে,বর্তমানে জমিটি হাইকোর্ট থেকে "এস্টে" অবস্থায় আছে।আমরা ৫০ বছর যাবত দখল থাকা সত্ত্বেও বর্তমানে শাহাঙ্গীর হোসেন এক হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে ক্রয় সূত্রে ভোগ দখলে আসার চেষ্টা করেন।.

গত ২২-১০-২৩ তারিখ রবিবার অভিযুক্ত মোঃ শাহজালাল শাহাঙ্গীর হোসেন দলবল নিয়ে বাগান বাড়ীর সুপারি পারতে শুরু করেন, বাড়িতে থাকা মোঃ শফিকুল ইসলাম জীবনের নিরাপত্তার জন্য সাথে সাথে কাউখালী থানা পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশ প্রশাসন সহ ঘটনা স্থলে গিয়ে দেখেন গাছ থেকে কাঁচা-পাকা সুপারি নিয়ে গেছে এবং কিছু বাগানে ফেলে গেছে, সেই সাথে তার পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাওলাদের পাকা নির্মিত বরস্থানের টাইস এবং নাম ফলক ভেঙ্গে নিচে ফেলে দেয়া হয়েছে, কে বা কাহারা ভেঙ্গেছে তার কোন প্রমাণ পাওয়া যায়নি।.

ধারণা বসত জমি দখলের চেষ্টা এবং শত্রুতামূলক অভিযুক্ত শাহাঙ্গীর হোসেন ও তার দলবল কাজটি করেছেন, পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার,থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সদর চেয়ারম্যান বিষয়টি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর নিজ দায়িত্বে ভাঙ্গা কবরস্থান পুনঃ মেরামত করে দেন। বর্তমানে জমিটি হাইকোর্টে "এষ্ট্রে " চলমান থাকায়, প্রশাসন সকলকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। অপরদিকে মুক্তিযোদ্ধা পরিবার নিরাপত্তা সহ সুষ্ঠু তদন্ত সহকারে অপরাধীর বিচারের দাবি জানান।. .

ডে-নাইট-নিউজ / পিরোজপুর প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ