• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগর জাল মারতে গিয়ে স্রোতের সাথে প্রাণ হারায় হৃদয় নাম এক যুব 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৯ পিএম;
কমলনগর জাল মারতে গিয়ে স্রোতের সাথে প্রাণ হারায় হৃদয় নাম এক যুব 
কমলনগর জাল মারতে গিয়ে স্রোতের সাথে প্রাণ হারায় হৃদয় নাম এক যুব 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চর লরেন্স ইউনিয়ন ৯নং ওয়ার্ডে গালের মুখে জাল মারতে গিয়ে হৃদয় (১৪)নামে এক যুবক প্রাণ। সেই হলো ঐ এলাকার নুরুল আলেমর এক মাত্র ছেলে।.

জনানা যায়ঃ মেঘনা নদীর মুখের গাল জাল মারতে গিয়ে স্রোতের টানে জালসহ পানিতে পড়ে ডুবে যায়। সাথে থাকা তার বন্ধুরা প্রায় অনেক ডুবা ডুবির পর ১০-১৫ পরে তাকে খুজে পায়। .

 .

পরে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর  কর্তবরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। . .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ