• ঢাকা
  • শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে বিধবা শাশুড়ীর ঘরে যৌতুকের টাকা না পেয়ে আগুন লাগিয়ে দিলেন জামাই 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৫ পিএম;
কমলনগরে বিধবা শাশুড়ীর ঘরে যৌতুকের টাকা না পেয়ে আগুন লাগিয়ে দিলেন জামাই 
কমলনগরে বিধবা শাশুড়ীর ঘরে যৌতুকের টাকা না পেয়ে আগুন লাগিয়ে দিলেন জামাই 

কমলনগরে চরলরেন্স ইউনিয়নে আবদুল মান্নান নামে এক প্রবাসীর বিরুদ্ধে তার বিধবা শাশুড়ি শাহিদা বেগমের ঘর পেট্টোল দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।যৌতুকের টাকা না দেওয়ায় মেয়ের জামাই মান্নান ঘটনাটি ঘটিয়েছে বলেন।১৮ই জুন, ভুক্তভোগী শাশুড়ি শাহিদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনাটি ঘটে ১৪ জুন  চরলরেন্স ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড  ভক্তেরপাড়া এলাকায়ে। তার শশুর দুলাল হোসেন মারা যাওয়ার পর থেকে ভক্তেরপাড়া গ্রামে বাবার বাড়িতে একটি টিনসেট ঘরে বসবাস করেন শাহিদা।.

অভিযোগ সূত্র জানাযায়, প্রায় ৫ বছর আগে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল খালেকের ছেলে মান্নানের সঙ্গে শাহিদার মেয়ে নুপুর আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে প্রতিবন্ধী একটি ছেলে সন্তান রয়েছে।  প্রায় ৩ বছর আবুধাবিতে প্রবাস জীবন ছিল মান্নানের।গতান ৬ মাস আগে তিনি দেশে ফেরেন।.

এরপর থেকে স্ত্রীকে ১ লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য চাপ দেয়। বিধবা মায়ের কাছে টাকা দেওয়া সম্ভব নয় বললে।এতে মান্নান ক্ষিপ্ত হয়ে উঠেন। মান্নান হুমকি দেয় নিজেরে ছেলেকে মেরে ফেলবে। ঘরে আগুন দিয়ে নুপুর ও তার মাকে হত্যার হুমকি দেন।  এতে ১৪ জুন দিবাগত রাত ১টার দিকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে বিধবার ঘরে। পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।.

শাহিদা বেগম জানান, ঘটনার দুইদিন আগেই মান্নান তাদেরকে পুড়িয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ভয়ে নিজ ঘর ছেড়ে মেয়ে ও নাতিকে নিয়ে তিনি বাবার ঘরে ঘুমাতে যান। মধ্যরাতেই পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে তার ঘর পুড়ে ছাই করে ফেলেছে। মান্নানই এ ঘটনা ঘটিয়েছে। বক্তব্য জানতে আবদুল মান্নানকে ফোন দিলে তিনি দেখা করে কথা বলবেন বলে কল কেটে দেন। তার দেওয়া ঠিকানায় গিয়ে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।.

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রাতের অন্ধকারে ঘটনাটি ঘটানো হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, কেউ তা দেখেনি। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

.

ডে-নাইট-নিউজ / কমলনগর প্রতিনিধিঃ

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ