• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আবারও পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:০৫ পিএম;
আবারও পেছালো, সাগর-রুনি, হত্যার প্রতিবেদন
আবারও পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন তারিখ ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে, যার ফলে এখন পর্যন্ত মোট ১১৬ বার এই প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।.

 .

 .

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলামের আদালত এই নতুন তারিখ ঘোষণা করেন। আদালত জানিয়েছে, আজ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ছিল, কিন্তু তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত এসপি মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে পারেননি। তাই আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।.

 .

 .

 .

মামলার আসামিরা হলেনরফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম (অরুণ), আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল, এনায়েত আহমেদ এবং তাদের 'বন্ধু' তানভীর রহমান খান। পলাশ তানভীর জামিনে আছেন, অন্যরা কারাগারে রয়েছেন।.

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর সারোয়ার মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।.

.

ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ