• ঢাকা
  • সোমবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অহংকার কিবা কারনে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৮ পিএম;
অহংকার কিবা কারনে
অহংকার কিবা কারনে

মিজানুর রহমান মিজান.

দুইদিনের এ ভুবনে.

অহংকার কিবা কারনে.

বড়লোকি ভাব কমে না।।.

এ ভবের বসবাস.

পুরে না মনের আশ.

তবু রাখ বাসনা।।.

অফুরন্ত চাওয়া মাঝে.

ক’টাই পুরণের সাজে.

নিবিষ্ট হও কর্ম কাজে.

সময় বৃথা যায় না।।.

গায়ে শক্তি কে দিলো.

রুপ যৌবন একদিন ছিলো.

ধনসম্পদ অস্থায়ী হলো.

কারো কিছু রইল না।।.

ক্ষমতার বাহাদুরী ক’দিন.

সব হারিয়ে দীনহীন.

সক্ষমতা হারাবে একদিন.

দৃষ্টিহীন হয়ে একবার দেখ না।।.

 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ