টাংগাইলের সখীপুরে ৫নং হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় জনমনে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি তারুণ্যের প্রতীক জনাব রনি আহমেদ। রনি আহমেদ সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।.
ছাত্র রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক হাতেখড়ি। ৫নং হাতীবান্ধা ইউনিয়ন বাসীর সকলের প্রিয় মানুষ হিসেবে ইতিমধ্যেই তিনি এক অনন্য নাম রনি আহমেদ। সমাজ সেবায় রয়েছে তাঁর অনন্য অবদান। একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে তাঁর জুঁড়ি নেই। এলাকায় সবার মুখে মুখে একটি নাম রনি আহমেদ। .
তাঁর রাজনৈতিক জীবনের শুরু থেকেই আর্তমানবতার সেবার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন। হাতীবান্ধা ইউনিয়নের প্রতিটি এলাকায় তিনি নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্ম কান্ডের মাধ্যমে জনমনে জননন্দিত মহানায়ক হিসেবে পরিচিতি লাভ করেছেন। এলাকার প্রায় প্রতিটি রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জা এবং ক্লাবে রয়েছে তাঁর অনুদানের ছোঁয়া। .
আগামী ১৭ই জুলাই ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি বিশ্বাস করেন। এলাকায় তিনি দারুণ জনপ্রিয় একটি নাম রনি আহমেদ। হাতীবান্ধা ইউনিয়ন বাসীর প্রায় সকলেরেই প্রিয় মানুষ রনি আহমেদ। তাই এলাকাবাসী সবাই ঐক্য বদ্ধ হয়ে আগামী নির্বাচনে রনি আহমেদকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য বদ্ধ পরিকর।.
এক বিশেষ সাক্ষাৎকারে রনি আহমেদ ৫নং হাতীবান্ধা ইউনিয়ন বাসীর কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করেন। তিনি ইউনিয়ন বাসীর সকলকে আগামী ১৭ই জুলাই নিজ নিজ কেন্দ্রে এসে নৌকা প্রতীকে ভোট দানের জন্য বিশেষভাবে অনুরোধ।.
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: