• ঢাকা
  • বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জ পাসপোর্ট করতে এসে দালালসহ রোহিঙ্গা তরুণী আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৬ পিএম;
হবিগঞ্জ পাসপোর্ট করতে এসে দালালসহ রোহিঙ্গা তরুণী আটক
হবিগঞ্জ পাসপোর্ট করতে এসে দালালসহ রোহিঙ্গা তরুণী আটক

হবিগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোজিনা আক্তার (১৮) নামের এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন। এ সময় তাকে নিয়ে আসা আমানুল রসিদ মাহি নামে এক দালালকেও আটক করেছে পুলিশ।.

রোববার (২২ অক্টোবর) দুপুরে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।.

পুলিশ জানায়, আটক দালাল আমানুল রসিদ মাহি রোহিঙ্গা নারী রোজিনা আক্তারকে নবীগঞ্জ উপজেলার ডেওয়াতলী গ্রামের মো. নাজমুল হোসেন চৌধুরীর মেয়ে রোকেয়া বেগম সাজিয়ে কাগজপত্র জমা দে়ন। সঙ্গে নবীগঞ্জের দিঘলবাক ইউনিয়নের জন্ম নিবন্ধন সনদ ও তার বাবা-মা হিসেবে নাজমুল হোসেন চৌধুরী ও তার স্ত্রী শেখ উন্মে সেলিনার এনআইডি কার্ড জমা দেন। এক পর্যায়ে রোকেয়ার কথা শুনে দায়িত্বরত পাসপোর্ট কর্মকর্তার সন্দেহ হয়।.

পরে তাদেরকে আটক করে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে সদর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণধন সরকারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রকৃতপক্ষে ওই মেয়ে কক্সবাজার উপজেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প জি এফ-৩ এর বাসিন্দা হারুন মিয়ার মেয়ে বলে জানায় পুলিশ।.

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, মেয়েটির কথায় আমাদের অফিসের স্টাফদের সন্দেহ হলে আমার কাছে নিয়ে আসে। আমি জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। তাদের বিরুদ্ধে পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা করবে।.

.

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ