• ঢাকা
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ আদায়ের বিষয়ে শামসুদ্দিন এবং চয়ন দাসকে শোকজ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৪ পিএম;
সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ আদায়ের বিষয়ে শামসুদ্দিন এবং চয়ন দাসকে শোকজ
সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ আদায়ের বিষয়ে শামসুদ্দিন এবং চয়ন দাসকে শোকজ

শায়েস্তাগঞ্জ উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ দাবি নগদ অত্রসহ আদায় বিষয়ে সংবাদ প্রকাশের পর ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী শামসুদ্দিন আহমেদ এবং চয়ন কুমার দাস কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।.

পজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের জেরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম স্বাক্ষরিত এক পত্রে সহকারী কমিশনার (ভূমি) কে দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি ওই দুই কর্মচারীকে যথাযথ জবাব প্রদানের নির্দেশসহ শোকজ করেন।.

উল্লেখ্য, এর আগে গত ২৭ আগস্ট শায়েস্তাগঞ্জ উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর ঘুষ দাবী এবং আদায়ের বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন মুহিন শিপন নামে এক ভুক্তভোগী। নিয়ে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন।.

এরই প্রেক্ষিতে ওই দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা ভূমি অফিসের সারারাত সহকারী শামসুদ্দিন আহমেদ এবং চয়ন কুমার দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে স্বীকার করেন।. .

ডে-নাইট-নিউজ / মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ