• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিদ্দিরগঞ্জের এসও রোড ট‍্যাংকলরী থেকে তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৬ পিএম;
সিদ্দিরগঞ্জের এসও রোড ট‍্যাংকলরী থেকে তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের
সিদ্দিরগঞ্জের এসও রোড ট‍্যাংকলরী থেকে তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকার মেঘনা ডিপোতে সোমবার (২৭ নভেম্বর ) সকালে ট্যাংকলরী থেকে ফার্নেস অয়েল সংগ্রহ করতে গিয়ে আবু সাঈদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।.

নিহত আবু সাঈদ ওই এলাকার নাজির হোসেনের ছেলে। তিনি এসও রোড এলাকায় ইসমাঈলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত নিহতের ছোট ভাই ফাহিম (১২) এবং তার বাবা নাজির হোসেন (৪৫).

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে ট্যাংকলরীটির মালিক জাহাঙ্গীর তাদের গাড়ি থেকে অবশিষ্ট তেল সংগ্রহ করে গাড়িটি পরিষ্কার করে দিতে বলে।প্রথমে ফাহিম গাড়িটির ভেতর নামে কিন্তু পরে সে বের না হওয়ায় নিহতের বাবা নাজির তাকে উদ্ধার করতে ট্যাংকলরীর ভেতরে নামে।.

কিছু সময় পর বড় ছেলে যখন তাদের দুজনেরই কোনো সাড়া-শব্দ পাইনি তখন আবু সাঈদও ট্যাংকলরীর ভেতরে নামে। পরবর্তীতে আশে-পাশের লোকজনের মাধ‍্যমে ঘটনাটি জানা জানি হলে এলাকাবাসী এসে আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় সুফিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় সাঈদের অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।.

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ট্যাংকলরীটির ভেতর গ্যাসের চাপ থাকায় এ ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের বাবা নাজির হোসেন সুস্থ রয়েছেন। আর ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন, বিশেষ প্রতিনিধি :

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ