
সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) আদমজী ডিএনডি খালের সামনে আদমজী কবরস্থানের পাশে ব্রিজের মুখে অটোরিকশা ও মটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয় এবং মটরসাইকেল দুমরে মুচড়ে যায়। তবে ঘটনা স্থলে দেখা যায় অটোরিকশা তেমন কিছু হয় নি। কিন্তু অটোচালক দুর্ঘটনায় অজ্ঞান হয়ে যায়। .
.
পথচারীদের তথ্য মতে অটোচালকের ভুলে দুর্ঘটনা টি ঘটেছে। কারণ অটোচালক না দেখে, সিগনাল না দিয়ে হঠাৎ অটোরিকশা টি ব্রিজের মুখের দিকে ইউটান নেয় এবং উপর থেকে আসা মোটরসাইকল তার লেন মেনে আসছিল এমন সময় ঘটে দুর্ঘটনা। পরে পথচারী ও অটোচালকের আত্মীয় স্বজন এসে দুজন কে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় পথচারীদের দাবি, অটোচালকদের ভুলেই রোডে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা । এবং এই ব্রিজের গোড়াতে অটোচালক খুব বেশি তাড়াহুড়ো করে ডান বাম কোন কিছু না দেখে গাড়ি চালায় বলেই দুঘটনার বেশি ঘটছে। নারায়ণগঞ্জ সচেতন জনগণ এই অবৈধ অটোরিকশা বন্ধের জোর দাবী জানাচ্ছে। তাহলে সড়কে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে আসবে বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: