• ঢাকা
  • বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সখীপুরে মাদকের অভিযোগে গ্রেপ্তারকৃত যুবক আমিনুল সিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৬ এএম;
সখীপুরে মাদকের অভিযোগে গ্রেপ্তারকৃত যুবক আমিনুল সিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন
সখীপুরে মাদকের অভিযোগে গ্রেপ্তারকৃত যুবক আমিনুল সিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন

সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি  টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ কুটুম পাগলের মাজার সংলগ্ন এলাকার আমিনুল সিকদার নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর দাবি করে এলাকাবাসী মানববন্ধন করেছে। রবিবার ( ২৮ এপ্রিল) সকাল আনুমানিক সকাল ১০টার দিকে কাকড়াজান ইউনিয়নের আদানী ভূইয়াদ, কুটুমশাহ মাজারপাড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আশরাফ আলী মিয়া।এ মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারসহ আশেপাশের কয়েক গ্রামের সহস্রাধিক মানুষ ঐ মানবন্ধনে শামিল হয়। পাশের গ্রামের গফুর মিয়া প্রতিবেদকে বলেন,আমি ক্ষেতে খামারে কাম করি।তিনি জানান,অভিযুক্ত আমিনুল শিকদার ভালো মানুষ।তার দাবি আমিনুল শিকদার মাদক ব্যবসার সাথে জড়িত নয়।সে ষড়যন্ত্রের শিকার,তার মুক্তি দাবি করছি। আমিনুল শিকদারের মা,ছেলের মুক্তির দাবিতে কান্নায় ভেঙে পড়েন।আমার ছেলে ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে আছে। আমি তার মুক্তি চাই বলেই আবেগ-আপ্লুত হয়ে গুরুত্বর অসুস্থ হলে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।.

 .

এদিকে মানব বন্ধনে আমিনুল শিকদারের বড় ভাই শাহীন সিকদার বলেন, দীর্ঘ দিন যাবৎ আমাদের সাথে জমি জমা নিয়ে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের সাথে ঝামেলা চলছে। তারা মাদক মামলায় বিভিন্ন সময় গ্রেফতার হয়ে জেলও খেটেছে।এসব সন্ত্রাসীরা আমাদের নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করতে গেলে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে নানা হুমকি ধামকি দেয় এবং মোটা অংকের চাঁদা দাবী করে। তিনি আরো বলেন, গত ২০শে এপ্রিল Rab ১৪ এর একটি টীম আমিনুল সিকদারকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আদানী ভুয়াইদ মাজার পাড় থেকে সিগারেটের প্যাকেটের ভিতর পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট দেখিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। পরে তা ম্যাজিকের মতো ৭৩ পিচ ইয়াবা এবং এক গ্রাম হিরোইনে রুপান্তর হয়। মানব বন্ধনে উপস্থিত এলাকা বাসীর দাবী আমিনুল সিকদারকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি একজন সফল ব্যবসায়ী এবং সমাজ সেবক।আমরা আমিনুল শিকদারের নিঃশর্ত মুক্তি চাই। এবিষয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন বলেন,আমিনুল শিকদার আমার পূর্ব পরিচিত।এই অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমাধান করা হোক । উল্লেখ্য ২০ এপ্রিল শনিবার বিকেলে নিজ গ্রাম থেকে মাদকের সংশ্লিষ্টতায় Rab এর একটি দল তাকে আটক করে নিয়ে যায়। আমিনুল সিকদার বর্তমানে টাংগাইল জেলা কারাগারে আছেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ