• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সখিপুরে সাংবাদিকের মায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:১৮ পিএম;
সখিপুরে সাংবাদিকের মায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সখিপুরে সাংবাদিকের মায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের সখিপুরে দৈনিক বাংলারদূত, দৈনিক বর্তমান সংবাদের সংবাদকর্মী সখিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য এসএম রাকিব সিকদার লাল এর মায়ের উপর হামলার প্রতিবাদে ও বিচার দাবীতে সখিপুর রিপোর্টার্স ইউনিটি উপজেলা গেইটে শনিবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেছে।.

সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিটির সহ সভাপতি সাদিক বিপ্লব,সদস্য মোরশেদ খান, আব্দুল হামিদ মুকুল, ভুক্তভোগী জনসাধারণের মরিয়ম বেগম, তার ছেলে আমিনুল ইসলাম প্রমুখ।.

এ সময় উপস্থিত ছিলেন,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ লতিফ মিয়া, দপ্তর সম্পাদ মোশারফ হোসেন,সদস্য কামাল হোসেন, নজরুল ইসলাম, সংরক্ষিত  ইউ,পি সদস্য হনুফা, দেওয়ান হেলাল, ইউসুফ মন্ডল, আমিনুর রহমান, মানববন্ধনে ভুক্তভোগী মরিয়ম বেগম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি  উপজেলার আদানি ভূয়াইদ এলাকায় আমার বসতবাড়ির সামনে একই এলাকার ডিএম মুরতুজ আলীর ছেলে আসিফ(২৬), আশিক (২৮), হেলাল উদ্দিনের ছেলে কায়কোবাদ (৩৫), ফজর আলীর ছেলে শাহজালাল (৩২) গংরা  লাঠসোটা, দা, সাবল হাতে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।.

আমি দীর্ঘদিন সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এখন আবার ওই নেশাগ্রস্থ দুষ্কৃতিকারীরা আমার ছেলে লালের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এবং আমাদের বাড়ি ঘরে আগুন দিবে,খুন করে লাশ গুম করবে এবং সেই খুন, গুমের মামলা আমার ছেলেদের নামে দিবে বলে হুমকি দিচ্ছে।.

ভুক্তভোগীর ছেলে আমিনুল শিকদার বলেন- অভিযুক্ত আসিফ এবং শাহাদাত মাদক ব্যবসায়ী তাদের লিডার হচ্ছে শাহজালাল। এরা বিভিন্ন  মামলার আসামী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সন্ত্রাসীদের বিচার প্রার্থনা করেছেন।.

.

ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ