
সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি : টাংগাইলের সখীপুরে আড়াই পাড়া হামের মোড় সংলগ্ন এলাকায় সাপের কামড়ে মোঃ জোবায়ের (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহত জোবায়ের অত্র এলাকার মরহুম সোহরাব চকিদারের নাতি। তার বাবার নাম মোঃ আনোয়ার হোসেন। ছেলেটি ডাবাইল হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়ণরত ছিলো। ১২ই অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় বাড়ির পাশে পুকুরে বর্শি দিয়ে মাছ ধরতে গেলে বিষাক্ত সাপের কামড়ের ছোবলে পড়ে। ছেলটির চিৎকারে আশে পাশের লোকজন পায়ে ডোর বেধে সখীপুরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সখীপুর থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত বলে ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের লাশ বাড়িতে আনা হলে নিহতের স্বজনের কান্নায় ভেঙ্গে পড়েন।এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: