• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর সমর্থকের কলাক্ষেত কেটে দেওয়ার অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৪ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:১৪ পিএম;
শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর সমর্থকের কলাক্ষেত কেটে দেওয়ার অভিযোগ
শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর সমর্থকের কলাক্ষেত কেটে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপাতে রাতের আধারে বদিউজ্জামান নামে এক কৃষকের ক্ষেতের কলা কেঁটে দেওয়া হয়েছে। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় নৌকার সমর্থকরা তার ক্ষেতের কলাগাছ কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।.

শনিবার মধ্যরাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক বদিউজ্জামাল বলয় মথুরাপুর গ্রামের আলামগীর হোসেনের ছেলে। তিনি রোববার গনমাধ্যমকর্মীদের জানান, তার ২৮ শতক জমিতে ৩০০ কলা গাছ ছিল। তার মধ্যে ৪০টি কলা গাছ কেটে ফেলা হয়। .

তিনি আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ট্রাক প্রতিকের পক্ষে কাজ করেন। ফলে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হচ্ছিল। নির্বাচনের সময় ট্রাকের সমর্থন করাই আমার কাল হলো। তিনি প্রশাসনের কাছ ন্যায় বিচার দাবী করেছেন। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ