• ঢাকা
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শাহ আলম সানির কথায় গাইলেন সোহাগ ইসলাম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৫ এএম;
শাহ আলম সানির কথায় গাইলেন সোহাগ ইসলাম
শাহ আলম সানির কথায় গাইলেন সোহাগ ইসলাম

কবি শাহ আলম সানি; বর্তমান মুহূর্তের সখীপুর উপজেলা তথা দেশের একজন জনপ্রিয় কবি, সাহিত্যিক ও গীতিকবিদের মধ্যে অনন্য এক নাম। তিনি বড় চওনা, সখীপুর, টাংগাইলের কৃতি সন্তান।.

সম্প্রতি রিলিজ হয়েছে  প্রানের বন্ধুরে শিরোনামের  একটি ফোক গান। গানটির কথা ও সুর শাহ আলম সানি। গানটির সংগীত করেছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীত পরিচালক মোশারফ হোসেন সেতু। গানে কণ্ঠ দিয়েছেন নবীন কণ্ঠশিল্পী সোহাগ ইসলাম।.

গান প্রসঙ্গে গানের গীতিকার ও সুরকার শাহ আলম সানি বলেন, গানটির কথা খুব সহজ-সরল, গানটি আমার খুব প্রিয় খুব, শ্রোতারা এই গানটি পছন্দ করবে  আমার বিশ্বাস। শ্রোতাদের পছন্দের কথা  ভেবেই এই গানটি লিখেছি। শ্রোতারা গানটি পছন্দ করলে গান লিখতে আরো উৎসাহ পাবো।.

উল্লেখ্য, শাহ আলম সানি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। শাহ আলম সানির লেখা গান  জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান, রুবেল রহমান, মাসুদ টুটুল, জিয়া,এডি শহীদসহ অনেক শিল্পীরা গেয়েছেন। প্রাণের বন্ধুরে শিরোনামের গানটি প্রকাশ করেছে সেতু ব্যান্ড।. .

ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ