• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের রামগতিতে ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:০৬ এএম;
ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পৌর ভূমি অফিসটি দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। সেবা গ্রহীতারা এখানে এসে নানা হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। আলকজান্ডার পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ মফিজুর রহমানের বিরুদ্ধে দালালি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একজন অফিস সহায়ক সরকারী বিধি লংঘন করে সেবা গ্রহীতাদের জিম্মি করে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায় করে ভূমি অফিস কে নানা বিতর্কিত করে পেলেছে। জমিজমা সংক্রান্ত নানা কাজে আসা সেবা গ্রহীতারা অফিস সহায়ক মফিজের নিকট নানা হয়রানির শিকার হচ্ছেন।.

টাকার বিনিময়ে অসম্ভব কাজ সম্ভব করাই মফিজের কাজ। সম্প্রতি রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত কালামিয়ার ছেলে তাজল ইসলাম জনান, আলকজান্ডার মৌজার সাড়ে ৫৭ শতাংশ জমি নামজারি (জমা খারিজ) করতে তার কাছ থেকে বিভিন্ন খরচ দেখিয়ে ৩৩ হাজার টাকা হাতিয়ে নেন অফিস সহায়ক মোঃ মফিজুর রহমান। অথচ জমা খারিজের রশিদে (ডিসিআর )লেখা ছিল ১ হাজার এক ১ শ ৫০ টাকা। খতিয়ান হাতে পেয়ে তাজল ইসলাম দেখেন তার সাড়ে ৫৭ শতাংশ জমির স্থলে সাড়ে ৪০ শতাংশ জমি নামজারি জমা খারজি হয়।.

বাকি ১৭ শতাংশ না হওয়ার বিষয়ে মফজিুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তাদরে মধ্যে বাগবতিণ্ডা হওয়ার বিষয়টি প্রকাশ পায়। এমন অভিযোগ আলেকজান্ডার পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মফিজের বিরুদ্ধে। শুধু তাজল ইসলাম নয়, পৌরসভার বহু মানুষ তার হাতে জিম্মি। টাকা ছাড়া ফাইল নড়েনা আলেকজান্ডার পৌর ভূমি অফিসে। এবিষয়ে অভিযুক্ত অফিস সহায়ক মোঃ মফিজুর রহমান বিষয়টি সম্পুর্ন ভিক্তিহীন বলে ফোন কেটে দেন। পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,তার অফিস এই ধরনের অনিয়মের কোন সুযোগ নেই।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধি)

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ