• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে সড়ক দুঘর্টনায় সাবেক সংসদ সদস্য নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম;
লক্ষ্মীপুরে সড়ক দুঘর্টনায় সাবেক সংসদ সদস্য নিহত
লক্ষ্মীপুরে সড়ক দুঘর্টনায় সাবেক সংসদ সদস্য নিহত

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) : লক্ষ্মীপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, লক্ষ্মীপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্লাহ মিয়া (৭৮)এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। গতকাল( ২৩আগষ্ট) বুধবার বিকাল ৪ ঘটিকায়  লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে দিয়ে তিনি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মটর সাইকেল তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে  তাঁকে  লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজিউন)। মরহুমের বড়ছেলে রাকিব হোসেন  তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।.

 .

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়ে রেখে যান। উল্লেখ্য যে, তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১৪ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, লক্ষ্মীপুর মা ও শিশু হসপিটালের বর্তমান চেয়ারম্যান, জাতীয় পার্টি লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক সদালাপী প্রবীন রাজনীতিবিদ ছিলেন। ১৯৭৭ সালে লক্ষ্মীপুর পৌরসভার প্রথম নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। পৌরসভারচেয়ারম্যান হওয়ার পূর্বে ১৯৭৩ সালে তিনি তৎকালীন ৫ নং বাঞ্ছানগর ইউনিয়নের  চেয়ারম্যান  ছিলেন ।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ