
লক্ষ্মীপুরে ভোলা-বরিশাল মজুচৌধুরী হাট সড়কে ড্রামট্রাক ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চালক রুবেল (২৬) ও অপর শ্রমিক সাগর। তারা সবাই সদর উপজেলার মান্দারি ইউনিয়নের বাসিন্দা। .
এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসপাতাল এলাকা স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে।.
রোববার (১০ মার্চ) সকাল ৯ টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এম এ সালাম সৌরভ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।.
এর-আগে, ৮টার দিকে লক্ষ্মীপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।.
নিহত শ্রমিক আব্দুর রহিম উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে।.
জানা গেছে, সকালে মান্দারি বাজার এলাকায় থেকে বালুর জন্য পিক-আপ ভ্যান নিয়ে মজু চৌধুরী হাটে যাচ্ছেন চালক রুবেল ও তার সহযোগী (হেলপার) আব্দুর রহিম ও সাগর। ভোলা-বরিশাল মজু চৌধুরী হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌঁছলে তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাক ঘটনাস্থল এসে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। স্থানীয়রা পিক-আপ ভ্যানে থাকা ৩জনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হেলপার (শ্রমিক) আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।.
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: