
.
.
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুকুর থেকে রাহাত হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। .
শুক্রবার বিকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার মনু মিয়া আমিন বাড়ির আল ইমরান এর নির্মাণাধীন ভবনের প্বার্শের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। .
.
মৃত রাহাত হোসেন এর বাড়ি রায়পুর উপজেলার খাসের হাট এলাকায়। সে ওই এলাকার মোঃ ইব্রাহিম ও মৃত কুলসুম বেগম দম্পতির ছেলে। .
ছোট বেলায় তার মা মারা যাওয়ায় চর রুহিতায় নানার বাড়িতে থেকে বড় হয়েছে। .
তার নানা সৈয়দ উজ্জামান ও নানী আলেয়া বেগম, চর রুহিতা মজিব কন্টাক্টর বাড়ির বাসিন্দা ।.
.
নিহত রাহাত হোসেন এর মামি রিক্তা আক্তার রিপা বলেন, রাহাত ইলেকট্রিক কাজ করতো। সকালে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। দুপুর ১২.৫১ মিঃ বাজারের দোকানদার সাদ্দাম হোসেন আমাকে মোবাইলে খবর দেয় রাহাত মারা গেছে। খবর শুনে আমরা আমাদের প্বার্শবর্তী মনু মিয়া আমিন বাড়ির আল ইমরান এর নির্মাণাধীন ভবনের প্বার্শের পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখি। পরে পুলিশ ও স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। আমরা তদন্তের মাধ্যমে তার মৃত্যুর সঠিক কারণ উন্মোচন এর দাবি করছি। .
.
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) এনামুল হক যুবকের লাশ উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। .
মৃত্যুর ঘটনা টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ বলতে পারবো সে কিভাবে মারা গেছে। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: