• ঢাকা
  • শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১১ পিএম;
লক্ষ্মীপুরে খেলতে গিয়ে,  পুকুরে পড়ে,  দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু
লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রথম শ্রেনীর দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার (১৫মে) বিকালে লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের আবদুল আজিজ ভূঁইয়া বাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে।.

 .

নিহতরা হলেন নাদিম হাসান (৮) ও জিহাদ হোসেন (৬)। নাদিম হাসান পৌর ৩নং ওয়ার্ডের আব্দুল আজিজ ভূইয়া বাড়ির মোঃ মোহনের ছেলে ও জিহাদ হোসেন মধ্য কেরোয়া ইউনিয়নের  পাটোয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে।.

 .

পুলিশ ও স্বজনরা জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর নানার বাড়িতে বেড়াতে আসেন রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন ও বাঞ্চানগর গ্রামের মোঃ মোহনের ছেলে নাজিম হোসেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলেন দুই শিশু।  খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পুকুরে ডুবে যায় তারা। এরপর আর উঠতে পারেনি, দীর্ঘক্ষন খোঁজাখুজির পর পুকুরে একে একে ভেসে উঠে জিহাদ ও নাদিম। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকা জুড়ে।.

 .

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,হাসপাতালে নেয়ার আগে মারা যান দুই শিশু।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা। যেহেতু এটি দূর্ঘটনা এবং পরিবারের কোন অভিযোগ নেই। এই কারনে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোন সমস্যা নেই।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ