
নবাগত রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিগ্যান চাকমা কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রামুর নিয়মিত সংবাদকর্মীদের সংগঠন রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব। .
গতকাল ২২ আগস্ট দুপুর ১২ টায় রামু সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব সভাপতি এস এম হুমায়ুন কবির, দি ডেইলি মর্নিং গ্লেরী/দৈনিক সাগরদেশ নেতৃত্বে রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিগ্যান চাকমার কে ফুলেল শুভেচছা জানান রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব নেতৃবৃন্দ। .
এ সময় রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান সোহেল,সিপ্লাস টিভি, সাধারন সম্পাদক কামাল শিশির, দৈনিক আমাদের নতুন সময়/দৈনিক কক্সবাজার একাত্তর, নির্বাহী সদস্য নুরুল হক সিকদার এশিয়ান টেলিভিশন,আবুল কালাম আজাদ দৈনিক আমাদের কক্সবাজার /সাপ্তাহিক শীর্ষ খবর,মোঃ ইমরান দৈনিক আলোকিত উখিয়া উপস্থিত ছিলেন। .
এ সময় পারষ্পরিক সোহার্দ্যপূর্ণ পরিবেশে কৌশল বিনিময় কালে নবাগত রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জনাব রিগ্যান চাকমা বলেন,সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন।পেশাগত অর্পিত দায়িত্ব পালনে দেশ ও জনগনের কল্যাণে একযোগে সেতুবন্ধন হিসাবে পবিত্র দায়িত্ব পালন করব।.
এ সময় নবাগত রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জনাব রিগ্যান চাকমা পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।.
রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব নেতৃবৃন্দ নবাগত এসিল্যান্ড কে সাধুবাদ জানিয়ে বলেন,রম্য ভুমি রামুর জনগনের সেবামূলক কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করতে রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব পরিবার অতীতের ন্যায় বদ্ধ পরিকর।. .
ডে-নাইট-নিউজ / ইমরান উদ্দীন, স্টাফ রিপোর্টার
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: