• ঢাকা
  • মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জেসমিন আক্তার পপি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম;
রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জেসমিন আক্তার পপি
রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জেসমিন আক্তার পপি

ইমরান উদ্দীন রামু কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল আগামী সংসদ নির্বাচনে মনোনয়নের আশায় পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যান-১ নম্বর কে। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে তাকে আর্থিক ক্ষমতাও প্রদান করা হয়। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্নের লক্ষ্যে এ আদেশ দেয়া হয়েছে বলে জানা যায়।.

 .

রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ নম্বর জেসমিন আক্তার পপিকে। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বুধবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর, রামু – ঈদগাঁও) আসনে প্রতিদ্বন্দ্বী করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ার আশায় রামু উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করেন সোহেল সরওয়ার কাজল। কিন্তু এই আসনে দলটি মনোনয়ন দিয়েছে বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমলকে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ