• ঢাকা
  • শনিবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতিতে ফের অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮৫ লাখ টাকা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৮ পিএম;
রামগতিতে ফের অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮৫ লাখ টাকা
রামগতিতে ফের অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮৫ লাখ টাকা

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩টি দোকান। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট বাজারে এ আগুন লাগে।.

 .

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, নগদ অর্থ, মালামাল ও দোকানঘর মিলিয়ে প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।.

 .

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে আরিফ ও জামালের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের সাদ্দামের লেপ-তোশকের দোকানে ছড়িয়ে পড়ে এবং পরে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকান সম্পূর্ণ এবং ৫টি দোকান আংশিকভাবে পুড়ে যায়।.

 .

খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ১৩টি দোকানই পুড়ে যায়।.

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,দুপুরে দোকান বন্ধ করে খাবার খেতে বাড়ি গিয়েছিলেন তারা। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন দোকানগুলো ভস্মীভূত। এতে সহায়-সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।.

রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মঞ্জু বলেন, চা দোকান থেকে আগুন লেপ-তোশকের দোকানে ছড়িয়ে পড়ে এবং দ্রুত আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে যায়। খবর পেয়ে দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।.

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি)কবির হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে।.

এর আগে চলতি সপ্তাহেই উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট বাজার ও আলেকজান্ডার বাজারে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ