
নাসির মাহমুদ : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান। জ্বালানি তেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। (আজ মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে মুদি ও কাপড়ের দোকান ছিল।.
.
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে রামগতি বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার থেকে দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের সহযোগীতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।.
.
স্থানীয় সংবাদকর্মী গোলাম রাব্বানী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ আলমসহ ৫ জন ব্যবসায়ী বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। বাজারে আগুন লেগেছে বলে হঠাৎ ভোররাতে খবর পাই। পরে এসে দেখি দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক দেনা-পাওনা করে ব্যবসা করছি। এখন কী করব। সব দিকে অন্ধকার দেখছি। সরকারি সহযোগীতা ছাড়াই কোনোভাবেই সামনে চলতে পারব না।’.
.
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন,মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। না হয় আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।.
.
রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: