সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : আজ রোববার (২৬ অক্টোবর ) দুপুরে রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিচয় অবশেষে শনাক্ত করা গেছে।
নিহতের নাম আবুল কালাম আজাদ। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম জলিল চাকদার এবং মা হনুফা বেগম।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।
তিনি জানান, ‘আমরা নিহত আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া এ ঘটনায় আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে তার মাথায় পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল মেট্রোরেলের ফার্মগেট স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা জানান উপদেষ্টা।
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: