• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মানুষ মানুষকে ভয় করে না, ভয় করে তার কর্মকে : এমপি প্রার্থী সেলিনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৪ পিএম;
মানুষ মানুষকে ভয় করে না, ভয় করে তার কর্মকে : এমপি প্রার্থী সেলিনা
মানুষ মানুষকে ভয় করে না, ভয় করে তার কর্মকে : এমপি প্রার্থী সেলিনা

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রার্থী সেলিনা ইসলাম বলছেন, মানুষ মানুষকে ভয় করে না, মানুষ ভয় করে তার কর্মকে। ভয় পাওয়ার কিছুই নেই। অসহায় ও সাধারণ মানুষের শক্তি বড় শক্তি। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। তাই ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্র গিয়ে ভোট দিবে। এজন্য নির্বাচনের শেষমুহুর্ত পর্যন্ত মাঠে থাকব।.

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রায়পুর বাজারে প্রথম নির্বাচনী পথসভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সেলিনা ইসলাম এ কথাগুলো বলেন।.

সেলিনা ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন সত্যিকারের গুণী মানুষ। তিনিতো স্বতন্ত্র প্রার্থীদের বলছেন ভোট করার জন্য এবং কর্মীদের উদ্দেশ্য করে বলছেন তোমরা যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। দেশের উন্নতি করছে আমাদের প্রধানমন্ত্রী। আমরা তার কথা শুনবো।.

সাড়ে ৩ বছর আপনি এ রায়পুরে আসেননি? এমন প্রশ্নের উত্তরে সেলিনা ইসলাম বলেন- কিভাবে আসো? জেলার নেতাদের ষড়যন্ত্র শিকার,তারা আমাকে আসতে দিচ্ছে না। (আজ) লেংলা বাজার এলাকায় আমার কর্মীদের হুমকিধামকি দিয়েছে। জনগণের ভালোবাসা আছে তাই জনগণের কাছে ছুটে এসেছি। ভোটের দিন জনগণ ভোটকেন্দ্র গিয়ে ভোট দিবে।.

ক্ষোভ-প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেন- যারা আমার স্বামী পাপুলকে এ রায়পুরে এনেছে আজ তারা আমাদের সমালোচনা করছে। আমরা কেবল তাদের ষড়যন্ত্রের শিকার।.

পথসভা শেষে সেলিনা ইসলাম তার বাড়ীতে উঠান বৈঠককে কর্মীদের উদ্দেশ্য বলেন- আপনারা মনে সাহস রাখুন। কাউকে ভয় পাবেন না। যদি আপনাদের ঘর ভেঙে দেয়। আমি আপনাদের নতুন ঘর করে দিমু। যদি কেউ আপনাদের গাড়ি ভাঙচুর করে, আমি নতুন গাড়ি দিব। মামলা পড়লে আমি সেই মামলার খরচ দিমু।. .

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ