• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মানিকগঞ্জে বেলুন ফুলাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৮ এএম;
মানিকগঞ্জে বেলুন ফুলাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১
মানিকগঞ্জে বেলুন ফুলাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে আনোয়ার ব্যাপারী (৫০) নামের একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো একজন।.

আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ ঘটনাটি ঘটে।.

জানা গেছে, জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য ওই বেলুন ফোলানো হচ্ছিল। তবে এ বিযয়ে জেলা প্রশাসনের দায়িত্বশীল কাউকে ফোন করে পাওয়া যায়নি।.

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন।.

নিহত মো: আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী এবং মানিকগঞ্জের জয়ড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।.

আহত আরেক বেলুন ব্যবসায়ী কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।.

জানা গেছে, শনিবার ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে বিজয় দিবসের অনুষ্ঠানের বেলুন ফুলাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় বেলুন ব্যবসায়ী আনোয়ারের বাম পা শরীর থেকে বিছিন্ন হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলার ওপরে গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে প্রথমে মানকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়ে। সেখান থেকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত কবির হোসেন মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।.

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান তিনি।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ