• ঢাকা
  • শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩০ পিএম;
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষা সমিতি ঝিনাইদহ জেলা শাখা। .

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহি উদ্দীন, শিক্ষক নেতা মুহাম্মদ আব্দুল মমিন, আলমগীর হোসেন, শাহানাজ পারভীন মুন্নী, অধ্যক্ষ মাসুদ করিম, ইব্রাহিম খলিল, আব্দুর রাজ্জাক, নাজমুল হাসান, নজরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। .

সেসময় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধসহ কয়েকদফা দাবী তুলে ধরেন। ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পুর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষনা না দিলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচীর পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ