গত ১০ই জুলাই ২০২৩,সোমবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলে মাগরিবের আগ পর্যন্ত বড় চওনা ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী ভুঁইয়ার নৌকার পক্ষে কর্মী সমাবেশ, মিছিল এবং পথ সভা।.
প্রথমে বড় চওনা হাই স্কুল মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে শুরু হয় কর্মী সমাবেশ। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা যুব লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আলমাস আজাদ এবং নৌকার মাঝি ইউসুফ আলী ভুঁইয়া। .
কর্মী সমাবেশ শেষে সকলের অংশ গ্রহণে বিশাল এক মিছিল পুরো বড় চওনা বাজার প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ৬নং কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান হারেজ বি এস সি, বিএড, বাসাইল- সখীপুরের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের মেয়ে ডাঃ জাকিয়া জ্যোতি, নৌকার মাঝি ইউসুফ আলী ভুঁইয়াসহ প্রমুখ শীর্ষ নেতৃবৃন্দ। .
মিছিল শেষে নেতারা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিস কমান্ডার স্মৃতি স্তম্ভ সংলগ্ন খোলা মাঠে পথ সভায় বক্তব্য রাখেন। সকল নেতৃবৃন্দের বক্তব্যে বড় চওনা ইউনিয়ন বাসীর প্রতি বিশেষ অনুরোধে আগামী ১৭ই জুলাই ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আহবান করেন। .
পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল পৌর সভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, শওকত সিকদার, আবু হানিফ আজাদ, ডাঃ জাকিয়া জ্যোতি এবং নৌকার মাঝি ইউসুফ আলী ভুঁইয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ। .
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার মহাজন এবং সঞ্চালনায় ছিলেন কেবিএম রুহুল আমীন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।. .
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: