
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে সৌদি আরব প্রবাসী শাহ আলম মিয়ার স্ত্রী ও দুই ছেলেকে রাতের আধারে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়।.
বাঞ্ছারামপুরে উপজেলা চর ছয়ানি গ্রামের দক্ষিণপাড়া শাহ আলম মিয়ার স্ত্রী ও দুই সন্তানকে রাতের আধারে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৭ অক্টোবর,সকালে ছয়ানী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।.
নিহতরা হলেন জেসি আক্তার (৩৫) বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭) অক্ষত প্রানে বেঁচে গেয়েছেন ৯ মাসের শিশু অজিহা।.
এলাকাবাসী জানায়, সকালে আশপাশের লোকজন দেখেন বাড়ির গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছেন না। পরে গেট ভেঙে ভেতরে ঢোকেন। .
এ সময় ঘরের বাথরুমে পড়ে থাকতে দেখেন শাহ আলমের স্ত্রী ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ। অক্ষত বসে ছিল ৯ মাসের শিশু অজিহা। চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: