• ঢাকা
  • রবিবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৪৪ পিএম;
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যু
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যু

সোমবার  সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের কাউতলী (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আছিয়া বেগম (২৭) জেলা শহরের ভাদুঘর এলাকার জালাল মিয়ার স্ত্রী। তিনি ৬/৭ মাস ধরে আমানুল হক সেন্টুর বাসায় গৃহকর্মী হিসেবে ছিলেন।.

 .

 .

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ওই নারী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পরই তার মৃত্যু হয়।  ​তবে এ ঘটনার পর অভিযোগ উঠেছে যে, প্রভাবশালী একটি মহল অর্থ দিয়ে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।.

 .

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে সামাজিক এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। কিন্তু আলোচনার মুখ বন্ধ করার জন্য মোটা অংকের লেনদেন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।.

​এলাকার সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।.

 .

তারা মনে করেন, এমন একটি দুঃখজনক ঘটনাকে অর্থ দিয়ে মীমাংসা করার চেষ্টা করা হলে তা ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা করা হবে।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ