• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের অলংকারি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০২ পিএম;
বিশ্বনাথের অলংকারি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
বিশ্বনাথের অলংকারি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

বিশ্বনাথের ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গাছ কাটার অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।.

২৪ সেপ্টেম্বর ২৩ ইং সোমবার এলাকাবাসীর পক্ষে একাধিক ব্যাক্তির স্বাক্ষরিত ওই অভিযোগ ইউএনও অফিসে দাখিল করা হয়েছে। অভিযোগকারীরা হলেন, মোঃ খালেদ মিয়া, মোঃ ওলিউর রহমান, মোঃ আমির আলী,  মোঃ রুমান খান, মোঃ আব্দুল্লাহ ও মোঃ জাহেদ আহমদ।.

অভিযোগ পত্রে তারা উল্লেখ করেন,  শিমুলতলা থেকে টুকেরকান্দি গ্রামের ভিতরের এল.জি.ডির সড়কের দুই পাশে প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরাতন গাছগুলো চেয়ারম্যান অবাধে নিধন করছেন। গাছের ডালপালা  পরিষ্কার করার কথা থাকলেও তিনি তা না করে গাছ গুলো কর্তন করায় এলাকার বনায়ন ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হচ্ছে । এলাকাবাসী গাছগুলো না কাটার দাবী জানিয়ে ইউএনও'র সুদৃষ্টি কামনা করেন ।.

গাছ কাটার বিষয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদের নিকট জানতে চাইলে তিনি জানান গাছটি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় তা কাটতে হয়েছে। এবং উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তাদের অনুমতি নিয়ে আমরা কেটেছি।.

এব্যাপারে ৩নং অলংকারি ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান লিটন জানান, কে বা কারা অভিযোগ করেছে তা আমি জানি না। একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ।খোঁজ খবর নিয়ে দেখব কারা অভিযোগকারী।.

অভিযোগের বিষয়ে বিশ্বনাথ উপজেলার নবাগত নির্বাহী অফিসার শাহিনা আক্তার জানিয়েছেন, অভিযোগটি আমার দপ্তরে এসেছে । খোঁজ নিয়ে দেখব আসল ঘটনা কি ঘটেছে। . .

ডে-নাইট-নিউজ / মোঃ সায়েস্তা মিয়া

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ