• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম;
বিশ্বনাথে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন
বিশ্বনাথে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন

বিপুল উৎসাহ উদ্দীপনায় সিলেটের বিশ্বনাথে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।.

সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৪ নভেম্বর শনিবার ৫২ তম সমবায় দিবসের প্রথম প্রহরে র্যালী,আলোচনা সভা ও সমবায়ীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।.

বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সম্রাট হোসেনের সভাপতিত্বে ও একাধিকবার জাতীয় সমবায় পদকপ্রাপ্ত বিশিষ্ট সমবায়ী শেখ হাসান মাহমুদ রিপনের পরিচালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.নুনু মিয়া।.

বিশ্বনাথের বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগনদের মাধ্যমে অথিতিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম।.

বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারিসাত আল আমিন, অধ্যাপক পবিত্র কুমার দেব। .

সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সমবায়ী তপন দাশ, সাংবাদিক কবি এস.পি.সেবু।.

মাওঃ ইসলাম উদ্দীনের পবিত্র কুরআন তেলাওয়াত ও অপূবা রাণী নাথের গীতা পাঠের মধ্য দিয়ে চলমান অনুষ্টানে " সমবায়ীদের দিকনির্দেশনামূলক জ্ঞানগর্ভ বক্তব্যে এস এম নুনু বলেন, দেশ ও জাতীর কল্যানে সমবায় সমিতিগুলো সাধ্যমতো কাজ করে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে সমবায় সমিতিগুলো কাজ করলে দেশ ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলা হিসাবে প্রতিষ্টিত হবে।.

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও সমাবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টানে প্রায় দুই শতাধিক সমবায় সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কার্য দিবসের সূচনা হয়।.

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পক্ষে রফিকুল ইসলাম, রণজিৎ গোস্বামী, আরো উপস্থিত ছিলেন এভারগ্রীণ বিএসএস লি এর পক্ষে শ্রী দিপু পাল, সমির রঞ্জন দাশ, সুব্রত দে, এনাম আলী, শাহ মনির, ভাই ভাই বিএসএস লিঃ এর পক্ষে আসক আলী, বাঁধন শ্রমজীবী বিএসএস লিঃ এর পক্ষে জুনাব আলী, রামধানা গ্রাম উন্নয়ন বিএসএস লিঃ এর পক্ষে সামছু মিয়া লালা, বৈশাখী বিএসএস লিঃ এর পক্ষে সালেহ আহমদ রাজন, গরীব দুখী বিএসএস লিঃ এর পক্ষে আওলাদ হোসেন, আছমত আলী লিটন, শাহিন মিয়া, সোনার বাংলা বিএসএস লিঃ এর পক্ষে আবুল হোসেন, দন্ডপানিপুর আশ্রয়ন বিএসএস লিঃ এর পক্ষে শ্রী অজিত চন্দ্র দেব,আবু সুফিয়ান,ঝুমন দাশ , দশঘর জীবনপুর  বিএসএস লিঃ এর পক্ষে নকুল দাশ, ভাটপাড়া আশ্রয়ন বিএসএস লিঃ এর পক্ষে মাসুক মিয়া, আমতৈল মসৎজীবি বিএসএস লিঃ এর পক্ষে আলা উদ্দীন, লামাকাজী মসৎজীবি বিএসএস লিঃ এর পক্ষে সামসুল হক মোল্লা, দশঘর মসৎজীবি বিএসএস লিঃ এর পক্ষে আব্দুল জলিল প্রমুখ।.

উপজেলা সমবায় কার্যালয় থেকে বিভিন্ন সমবায়ীদের পদক প্রদান করেন অথিতিবৃন্দ।. .

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকে :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ