
বিশ্বনাথে এক যুবকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মো. ফয়ছল মিয়া (৩৭) তিনি উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত: আব্দুল মন্নানের পুত্র।.
মঙ্গলবার (৩রা অক্টোবর) রাতে উপজেলার কাইয়া-খাইড় নতুনবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধীতপুর গ্রামের নিরেশ বৈদ্য’র ছেলে মিল্টন বৈদ্য (২৫) ও একই গ্রামের রমেশ বৈদ্য’র ছেলে আশীষ বৈদ্যকে (৩৮) অভিযুক্ত করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা রেখে থানায় অভিযোগ দায়ের করেন ফয়ছল মিয়া।.
অভিযোগে প্রকাশ : মিল্টন বৈদ্য’র ০১৭৬৭-৬৫৯৫৭৫ নাম্বার থেকে ফয়ছল মিয়ার ০১৭১৫-৭৩৪৭২৮ নাম্বারে ফোন করে গালিগালাজ করে বাজারে যাওয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। বিষয়টি বাজার পরিচালনা কমিটির সভাপতিকে জানানোর জন্য ফয়ছল মিয়া বাজারে গেলে ১নং অভিযুক্ত মিল্টন বৈদ্য ও আশীষ বৈদ্য পূর্বপরিকল্পীতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে আক্রমণ করে হামলা করে ফয়ছল মিয়ার উপর।.
এতে গুরুত্বর আহত হন ফয়ছল মিয়া। এসময় বিবাদীরা ফয়ছলকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিশ্বনাথ থানার এএসআই আবু সালেহ মুসা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান :
আপনার মতামত লিখুন: