
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে বাঘ আতংক দেখা দিয়েছে। ইতিমধ্যে বাঘের ছবি ও পায়ের ছাপের কিছু ছবি স্যোসাল মিডিয়া ফেইসবুকে ভাইরাল হয়েছে। বাঘ দেখা নিয়ে স্থানীয় এলাকার বাসিন্দারা আতংকে আছেন এমনটি জানা গেছে। গত রাত ৩০ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের রামপাশা (দক্ষিণপাড়া) গ্রামের আনর আলীর বাড়ির রাস্তায় দেখা পাওয়া যায় বাঘের। আনর আলীর মাদ্রাসা পড়ুয়া ছেলে জুবায়ের আহমদ (১৯) প্রথমে বাঘের ছবি মোবাইলে ধারণ করেন বলে তিনি জানান। এরপর বিভিন্ন সামাজিক গ্রুপের মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ে এবং জানাজানি হয়। (সম্ভবতঃ বড়সড় মে'ছো বা'ঘ)! বাঘের সাথে দেখা মিলেছে তার পায়ের ছাপেরও। জুবায়ের আহমদ এর ভাই জুম্মান আহমদ জানান বিষয়টি জানাজানির পর এলাকায় অনেকেই এসে বাঘের পায়ের ছাপের ছবি তুলে তা স্যোসাল মিডিয়ায় প্রচার করেন। .
.
বাঘের উপস্থিতির খবর নিয়ে রামপাশা গ্রামের ইয়ামিন আহমদ জানান: শুনার পর থেকে ভয়ে আছি। যেখানে বাঘ দেখা গেছে তার দুই তিন বাড়ি পরেই আমার বাড়ি। রাতবিরেত চলাচলে সতর্কতায় চলতে হবে। এ নিয়ে স্থানীয়দের আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করে চলাচলের পরামর্শ দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। .
.
গেল সপ্তাহে বিশ্বনাথের ১ নং লামাকাজি ইউনিয়নের সাংগিরাই এলাকায় একটি বাঘের উপস্থিতি লক্ষ্য করেন এলাকাবাসী। এরপর বিষয়টি মসজিদের মাইকে জানিয়ে দিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়। পাশাপাশি ফেইসবুকে পোস্ট করা হয় বাঘ উপস্থিতির বিষয়। স্যোসাল মিডিয়ার কল্যাণে বিষয়টি মূহুর্তে ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়।.
.
তবে ঘনঘন বাঘের উপস্থিতির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোন প্রাণী কিংবা মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় নাই। রামপাশায় বাঘের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন আনর আলীর ছেলে জুম্মান আহমদ, জুবায়ের আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। . .
ডে-নাইট-নিউজ /
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: